দগ্ধ ৬
চাঁদপুরে ডাকাতিয়ায় তেলবাহী জাহাজে আগুন, দগ্ধ ৬
চাঁদপুর শহরের ডাকাতিয়া নদীতে ‘এমভি সাদিয়া এন্টারপ্রাইজ’ নামে একটি তেলবাহী জাহাজের ইঞ্জিনকক্ষে আগুনে ছয়জন দগ্ধ হয়েছেন।
রবিবার (২৭ অক্টোবর) বিকালের দিকে পদ্মা অয়েল কোম্পানির জেটির পাশের ডাকাতিয়া নদীতে এ দুর্ঘটনা ঘটে।
এতে জাহাজে থাকা ৬ জন অগ্নিদগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন- জাহাজের শ্রমিক রুবেল, গোলাপ, জিলানী, মাসুদ, গিয়াস উদ্দিন ও মধু মিয়া।
আরও পড়ুন: নাগেশ্বরীতে ইউনিয়ন ভূমি অফিসে আগুন: গ্রেপ্তার ২
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (উত্তর) চাঁদপুরের উপসহকারী পরিচালক সৈয়দ মোরশেদ আলম ইউএনবিকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, বিকাল সোয়া ৪টার দিকে ওই নদীর পদ্মা ওয়েল কোম্পানির জেটির পাশের ডাকাতিয়া নদীতে ‘এমভি সাদিয়া এন্টারপ্রাইজ’ নামে একটি তেলবাহী জাহাজের ইঞ্জিনকক্ষে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ও কোস্টগার্ড এক ঘণ্টার চেষ্টায় বিকাল সোয়া ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ৬ জন অগ্নিদগ্ধ হয়েছেন।
তবে তাৎক্ষণিকভাবে ওই জাহাজে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
আহত মধু মিয়া ও জিলানী জানান, গত শুক্রবার আমরা চাঁদপুর পদ্মা ডিপোতে আসছি। পুরো ট্যাংকারে পেট্রোল ও ডিজেল নিয়ে আসা হয়। ট্যাংকারের পেছনে ইঞ্জিনকক্ষে হঠাৎ জেনারেটর বিস্ফোরণ হয়। আগুন ছড়িয়ে পড়লে আমরা নদীতে ঝাঁপিয়ে পড়ি। এরপর সাঁতরে কূলে উঠি।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আকলিমা জাহান ইউএনবিকে বলেন, অগ্নিকাণ্ডে আহত গোলাপ নামের একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। তার ৫০ থেকে ৬০ ভাগ পুড়ে গেছে। বাকি ৫ জনের অবস্থা উন্নতি হওয়ায় তাদের হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: চট্টগ্রামে টায়ার কারখানায় আগুন
১৪৭ দিন আগে
চাঁদপুরে ৪ ভাইয়ের বসতঘর পুড়ে ছাই, দগ্ধ ৬
চাঁদপুর শহরতলীতে দৃষ্টি প্রতিবন্ধীসহ চার ভাইয়ের চারটি বসতঘর পুড়ে গেছে। এসময় আগুন নেভাতে গিয়ে ছয়জন দগ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার রাতে ৮টার দিকে (১৩ নম্বর ওয়ার্ড) খলিশাঢুলী বরকন্দাজ বাড়িতে রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়।
আরও পড়ুন: বাগেরহাটে মুদি দোকানে আগুনে পুড়ে কিশোর নিহত, দগ্ধ-২
ক্ষতিগ্রস্তরা হলেন- সোহেল, রুবেল ও দৃষ্টি প্রতিবন্ধী দুই ভাই মোতালেব, আলমগীর।
দমকল কর্মকর্তা মোহাম্মদ সানাউল্লাহ জানান, আগুন লাগার মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে চাঁদপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এসে এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা হবে বলে প্রাথমিক হিসেবে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শন করেন।
আরও পড়ুন: প্রাক্তন স্বামীর আগুনে দগ্ধ চিকিৎসকের খোঁজ নিলেন স্বাস্থ্যমন্ত্রী
ভাসানচরে রোহিঙ্গা ক্যাম্পে দগ্ধ ৯
৩৮৭ দিন আগে