শুক্রবার সন্ধ্যা
নতুন মন্ত্রিসভায় ডাক পেলেন যারা
সংরক্ষিত আসনের চারজন নারীসহ আরও সাত নতুন মুখ শুক্রবার সন্ধ্যায় মন্ত্রিসভায় নতুন সদস্য হিসেবে শপথ নিতে যাচ্ছেন।
শুক্রবার (১ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করেছে।
আরও পড়ুন: দুর্নীতি সহ্য করা হবে না: নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে প্রধানমন্ত্রী
তারা হলেন- আব্দুল ওয়াদুদ (রাজশাহী-৫), শহীদুজ্জামান সরকার (নওগাঁ-২), নজরুল ইসলাম চৌধুরী (চট্টগ্রাম ১৪), সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক, শামসুন্নাহার চাপা এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক ওয়াশিকা আয়েশা খান, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও শহীদ কর্নেল নাজমুল হুদার মেয়ে নাহিদ ইজহার খান এবং আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সদস্য ডা. রোকেয়া সুলতানা।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে তাদের শপথ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।
সরকারের উচ্চপর্যায়ে দায়িত্বশীল সূত্র ইউএনবিকে জানান, আরও দুই-একজন টেকনোক্র্যাট সদস্য যুক্ত হতে পারেন।
আরও পড়ুন: টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর প্রতি প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের শ্রদ্ধা
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আলজেরিয়ার প্রেসিডেন্টের অভিনন্দন
৯ মাস আগে