১০ দিন
যৌথ বাহিনীর অভিযানে ১০ দিনে ১৪৪ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৬৪
অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর চলমান অভিযানে সারাদেশে গত ১০ দিনে ১৪৪টি অস্ত্র উদ্ধার ও ৬৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার পুলিশ সদর দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
আরও পড়ুন: লুট হওয়া অস্ত্র উদ্ধারে অন্তর্বর্তীকালীন সরকারের অভিযানকে স্বাগত জানালো আ. লীগ
উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে রিভলভার আটটি, পিস্তল ৪১টি, রাইফেল ১১টি, শটগান ১৭টি, পাইপগান পাঁচটি, শুটারগান ১৯টি, এলজি ১০টি, বন্দুক ২২টি, একে-৪৭ একটি, গ্যাসগান একটি, চাইনিজ রাইফেল একটি, এয়ারগান একটি, টিয়ার গ্যাস লঞ্চার একটি, এসএমজি তিনটি ও এসবিবিএল তিনটি।
যৌথ অভিযানে রয়েছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কোস্ট গার্ড এবং র্যাব।
উল্লেখ্য, অবৈধ অস্ত্র উদ্ধারে গত ৪ সেপ্টেম্বর থেকে যৌথ বাহিনী অভিযান শুরু করে।
আরও পড়ুন: যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তার ২৫, ৫৩ আগ্নেয়াস্ত্র উদ্ধার
সেনাবাহিনী-পুলিশের যৌথ অভিযানে আশুলিয়ায় শতাধিক কারখানার কার্যক্রম শুরু
২ মাস আগে
ফরিদপুরে শুরু হয়েছে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা
ফরিদপুরে শুরু হয়েছে ১০ দিনব্যাপী বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) উদ্যোক্তা মেলা।
শুক্রবার (১ মার্চ) শহরের অম্বিকা মেমোরিয়াল ময়দানে এ মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য (এমপি) এ কে আজাদ।
মেলায় ৩৫টি স্টলে ক্ষুদ্র উদ্যোক্তরা তাদের পণ্য নিয়ে হাজির হয়েছেন।
প্রধান অতিথির বক্তব্যে এ কে আজাদ বলেন, নারী উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ দিয়ে তাদের আগ্রহী করে তোলা গেলে এ খাতে বেশি উন্নয়ন হবে।
আরও পড়ুন: ২০০৯ সাল থেকে বিসিক এস্টেটে ৩ হাজারের বেশি শিল্প কারখানা গড়ে উঠেছে: শিল্পমন্ত্রী
তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি শুধু শিল্প খাত নয়, আগামী কয়েক বছরের মধ্যে সবার সহযোগিতায় প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ সর্বক্ষেত্রে উন্নয়নের শিখরে পৌঁছে যাবে।’
তিনি আরও বলেন, ফরিদপুর বিসিক শিল্পনগরীকে সক্রিয় করতে হবে, প্রয়োজনে ওই সকল উদ্যোক্তাদের সহযোগিতা করে দাড় করাতে ভূমিকা রাখতে হবে। তবেই এ জাতীয় উদ্যোগ সফল হবে।
মেলায় ৩৫টি স্টলে সিল্কের শাড়ি-কাপড়, থ্রি পিস, হস্ত ও কুটির শিল্পজাত বিভিন্ন পণ্য সামগ্রী, প্রক্রিয়াজাতকৃত খাদ্য সামগ্রী, প্রসাধনী, বুটিকসহ বিভিন্ন দেশীয় পণ্যের পসরা সাজিয়েছেন উদ্যোক্তারা।
মেলাতে বিসিক থেকে প্রশিক্ষণ গ্রহণকারীদের তৈরি হস্ত ও কুটির শিল্পজাত পণ্য ও মধু বিক্রি করা হচ্ছে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উম্মুক্ত থাকবে বলেও উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়।
ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন- বিসিক অঞ্চলিক কর্মকর্তা ড. আলমগীর হোসেন, বিসিক কর্মকর্তা মানছুরুল করিম প্রমুখ।
আরও পড়ুন: নওগাঁয় ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু
পাঁচ দিনব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ দিচ্ছে বিসিক ঝিনাইদহ
৮ মাস আগে
নওগাঁয় ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু
নওগাঁয় শুরু হয়েছে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা।
শুক্রবার (১ মার্চ) বিকাল সাড়ে ৪টায় শহরের এ-টিম মাঠে এ মেলার উদ্বোধন করেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন জলিল জন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নিজাম উদ্দিন জলিল বলেন, বর্তমান সরকার তৃণমূল পর্যায়ে ক্ষুদ্র ক্ষুদ্র শিল্প ইউনিটকে জাতীয় এবং আন্তর্জাতিক বাজারে উপস্থাপন করার লক্ষ্যেই এ মেলার আয়োজন করেছে।
আরও পড়ুন: চট্টগ্রামে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা
তিনি আরও বলেন, ডিজিটাল বাংলাদেশে ইন্টারনেট সহজ লভ্য হওয়ায় এখন যেকোনো জায়গা থেকে অতি সহজেই বিশ্ব বাজারে উদ্যোক্তারা প্রবেশ করতে পারে। এ কাজকে আরও সহজতর করতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, শুধুমাত্র পোশাক নয় আগামীতে কৃষি পণ্য, মৎস্য ও তৈজসপত্র রপ্তানি করে হাজার হাজার কোটি ডলার আয় করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) নওগাঁর উপ-ব্যবস্থাপক শামীম আক্তার মামুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন- নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিল্টন চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, নওগাঁ শিল্প ও বণিক সমিতির সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল, নওগাঁ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা।
১০ দিনব্যাপী অনুষ্ঠিত এ মেলায় পাটের তৈরি হস্তশিল্প, মৃৎশিল্প, মেয়েদের থ্রি-পিস ও প্রসাধনী সামগ্রীসহ নানা পণ্যের পসরা সাজিয়ে বসেছেন স্থানীয় উদ্যোক্তারা। মেলায় মোট ৬৩টি স্টল রয়েছে।
আরও পড়ুন: অমর একুশে বইমেলা-২০২৪ এর সময় বাড়ল ২ দিন
৮ মাস আগে