অভিযান জোরদার
পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধে অভিযান জোরদার করবে সরকার
পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে অভিযান জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাসির-উদ-দৌলা বলেছেন, পুলিশ, র্যাব, সশস্ত্র বাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অংশগ্রহণে পরিচালিত এ অভিযানের সংখ্যা আরও বাড়ানো হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মঙ্গলবার (৭ জানুয়ারি) পলিথিন শপিং ব্যাগের উৎপাদন বা ব্যবহারের নিষেধাজ্ঞা কার্যকর করতে এবং এ বিষয়ে পরিচালিত অভিযান আরও ফলপ্রসূ করতে প্লাস্টিক শিল্প-সংশ্লিষ্ট উৎপাদক, ব্যবসায়ী ও রপ্তানিকারক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের মতবিনিময় সভা হয়। সভা শেষে তিনি এ কথা বলেন।
অতিরিক্ত সচিব বলেন, পলিথিন ব্যাগের ব্যবহার নিষিদ্ধকরণ কীভাবে কার্যকর করা যায় এবং এ সংক্রান্ত অভিযান কীভাবে আরও জোরদার ও কার্যকর করা যায়— এ বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া পলিথিন বন্ধ করার ক্ষেত্রে সরকারের পাশাপাশি জনগণ ও বিভিন্ন অংশীজনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এজন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা চাওয়া হয়েছে।
তিনি জানান, প্রাথমিকভাবে সুপার শপগুলোতে যে পলিথিন ব্যাগ ব্যবহৃত হয়, সেগুলোর উৎপাদন বন্ধ করা হবে। বাজারে যেসব পলিথিন শপিং ব্যাগ ব্যবহৃত হয়, সেগুলোর ব্যবহার নিষিদ্ধকরণও কার্যকর করা হবে। পর্যায়ক্রমে অন্যান্য ধরনের নিষিদ্ধ পলিথিন পণ্য বন্ধ করা হবে।
এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ) তপন কুমার বিশ্বাস বলেন, পলিথিনের বিকল্প দেখছি। বস্ত্র ও পাট মন্ত্রণালয় ইতোমধ্যে পরিবেশবান্ধব শপিং ব্যাগ উৎপাদনের উদ্যোগ নিয়েছে। বেসরকারিভাবেও পরিবেশবান্ধব শপিং ব্যাগ উৎপাদন হচ্ছে।
তিনি বলেন, আজকের সভায় পলিথিন ব্যাগের উৎপাদনকারী, রপ্তানিকারক ও ব্যবসায়ীরা প্রতিশ্রতি দিয়েছেন, সরকারের নির্দেশ তারা পালন করবেন। আমাদের পক্ষ থেকেও সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।
আরও পড়ুন: পলিথিন নিষিদ্ধের অভিযানে ২৫ লক্ষাধিক টাকা জরিমানা আদায়
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা, বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশন, বাংলাদেশ প্লাস্টিক প্যাকেজিং রোল ম্যানুফ্যাকচারার্স ওনার্স অ্যান্ড ট্রেড অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ প্লাস্টিক ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা।
পলিথিন ব্যাগের ওপর নিষেধাজ্ঞার আলোকে এর ব্যবহার বন্ধ করতে গত ১ নভেম্বর থেকে সারা দেশে অভিযান পরিচালিত হচ্ছে।
৯৩ দিন আগে
অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিকে অভিযান জোরদার হবে: স্বাস্থ্যমন্ত্রী
দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা অবৈধ ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালগুলোতে অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
তিনি বলেন, ‘স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে আমরা সারা দেশেই অভিযান পরিচালনা করছি। এক্ষেত্রে আজকের ডিসি সম্মেলনে অভিযানগুলোতে ডিসিদের সহযোগিতা চাওয়া হয়েছে।’
রবিবার (৩ মার্চ) সন্ধ্যায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে বক্তব্য শেষে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: প্রাক্তন স্বামীর আগুনে দগ্ধ চিকিৎসকের খোঁজ নিলেন স্বাস্থ্যমন্ত্রী
ডা. সামন্ত লাল বলেন, ‘জেলা প্রশাসকরা আমাদের চিকিৎসা সেবায় নানা সীমাবদ্ধতা ও জনবল সংকটের বিষয়ে জানিয়েছেন। বিশেষ করে তাদের এলাকার হাসপাতালগুলোতে চিকিৎসক-নার্সের তুলনায় রোগীর সংখ্যা বেশি, এমনকি হাসপাতালগুলোতে রোগী অনুপাতে টাকা বরাদ্দ নেই, যার ফলে স্বাস্থ্য সেবা ব্যাহত হওয়ার কথা জানিয়েছেন। আমি তাদের বলেছি আমার পক্ষ থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করব।’
মন্ত্রী আরও বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের তো ম্যাজিস্ট্রেসি পাওয়ার নেই, কিন্তু এটা ডিসিদের আছে। তাই অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের অভিযানে তারা যেন সর্বাত্মক সহযোগিতা করেন।
স্বাস্থ্যগত জনবহুল সমস্যার সমাধানে কত সময় লাগবে- এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমি তো কিছুদিন আগে স্বাস্থ্যমন্ত্রী হয়েছি। এরপর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সঙ্গে দুই সচিবসহ একটা মিটিং করেছি, সেখানে স্বাস্থ্যখাতে একটি স্ট্যান্ডার্ড জনবল কাঠামো জমা দিয়েছি এবং তারা সেটি অ্যাপ্রুভ করেছে। এটার জন্য একটু সময় লাগবে।’
তিনি বলেন, ‘একবারে তো সবকিছু করা সম্ভব না। পর্যায়ক্রমে ধীরে ধীরে আমরা সব হাসপাতালেই লোকজন নিয়োগ দেব।’
সামন্ত লাল সেন আরও বলেন, আমি এতদিন একা ছিলাম (স্বাস্থ্য মন্ত্রণালয়ে) এখন আরেকজন যুক্ত হয়ে দুইজন হয়েছি। দুজনে মিলে কাজ করে পর্যায়ক্রমে স্বাস্থ্যখাতের বিভিন্ন সমস্যা সমাধানের দিকে নিয়ে যাব।
আরও পড়ুন: রাজউক ও গণপূর্তকে আরও বেশি সতর্ক হওয়া উচিত: স্বাস্থ্যমন্ত্রী
নাটোরের আদালতে জামিন পেয়েছেন বিএনপি নেতা চাঁদ
৪০৩ দিন আগে