১১টি গবাদি পশু
চাঁপাইনবাবগঞ্জ ও ঝিনাইদহে কয়েলের আগুনে ১১টি গবাদি পশুর মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জ ও ঝিনাইদহে কয়েলের আগুনে ১১টি গবাদি পশুর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।
শনিবার দিবাগত রাতে ভোলাহাট উপজেলার ময়ামারি গ্রামে ও শৈলকুপার বাহির রয়েড়া গ্রামে এ ঘটনা দুইটি ঘটে।
ভোলাহাট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুল কাশেম জানান, ভোলাহাট উপজেলার ময়ামারি গ্রামে জনৈক আবু সাইদের গোয়াল ঘরে শনিবার রাত ১টার দিকে মশা তাড়ানোর জন্য রাখা মশার কয়েল থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন সারা ঘরে ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন: বাগানবাড়ি বস্তিতে আগুনে পুড়েছে ৫০ ঘর
পরে ফায়ার সার্ভিসের দল গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ঘরে তালা লাগানো থাকায় আগুনে পুড়ে তিনটি গরু ও ছয়টি ছাগল মারা যায়। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।
অপরদিকে, বাহির রয়েড়া গ্রামের কৃষক আয়ুব হোসেন দুইটি গরু পালন করতেন। রাতে গোয়াল ঘরে তারা মশার কয়েল জ্বালিয়ে দেয়। অসাবধানতাবশত মশার কয়েল থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এক পর্যায়ে পুরো গোয়াল ঘরে আগুন ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা টের পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই গরু ও একটি বাছুর পুড়ে মারা যায়।
কৃষক আয়ুব হোসেন জানান, আগুনে তার ১০ মাসের গর্ভবতী গাভী ও একটি বাছুর মারা গেছে। আরেকটি গাভী পুড়ে ঝলসে গেছে।
এতে অন্তত পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান। পরে স্থানীয়রা পুড়ে মরা গরুগুলোকে বাড়ির পাশে গর্ত খুঁড়ে পুতে রাখে।
আরও পড়ুন: রাজউকসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর গাফিলতির কারণেই বার বার আগুনের ঘটনা
গাজীপুরে আগুনে পুড়েছে ৩টি ঝুটের গোডাউন
৯ মাস আগে