মুন্নু মেডিকেল কলেজ ও হাসপাতাল
মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় চিকিৎসক নিহত
মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় মুন্নু মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান ডা. এ জেড এম সাখাওয়াত হোসেন (৬৭) নিহত হয়েছেন।
সোমবার (৪ ফেব্রুয়ারি) সকালে ভাটবাউর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মুন্নু মেডিকেল কলেজ ও হাসপাতালের উপপরিচালক ডা. এস এম মনিরুজ্জামান।
আরও পড়ুন: হবিগঞ্জে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩
নিহত চিকিৎসক এ জেড এম সাখাওয়াত হোসেনের বাড়ি মাদারীপুরের সদর উপজেলায়। পরিবারে এক ছেলে এক মেয়ে রয়েছে। মেয়ে আমেরিকায় বসবাস করছেন।
গত ৭ জুলাই ২০২৪ সাল থেকে তিনি মুন্নু মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের সার্জারি বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
মনিরুজ্জামান জানান, ডা. সাখাওয়াত রাজধানীর ধানমন্ডির বাসা থেকে ব্যক্তিগত প্রাইভেটকার নিয়ে কর্মস্থলে আসছিলেন। সদর উপজেলার ভাটবাউর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস প্রাইভেটকারটিকে সজোরে ধাক্কা দেয়।
তিনি আরও জানান, এতে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে তাৎক্ষণিক মুন্নু মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে সংজ্ঞাহীন অবস্থায় আনা হয়। মাথা, কান ও নাক দিয়ে প্রচুর রক্তক্ষরণ হলে তাৎক্ষণিকভাবে ছয় ব্যাগ রক্ত দেওয়া হয়। শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়। ঢাকার এভার কেয়ার হসপিটালে তিনি মৃত্যুবরণ করেন।
আরও পড়ুন: গাজীপুরে দুর্বৃত্তের হামলায় অটোরিকশাচালক নিহত, আহত ভাই-ভাতিজা
গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
১০ মাস আগে