ডেল্টা প্ল্যান-২১০০
মূল্যস্ফীতি মানুষের প্রধান উদ্বেগ কি না- নিয়ে প্রশ্ন তুলেছেন অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, মূল্যস্ফীতি দেশের মানুষের প্রধান উদ্বেগের বিষয় হতে পারে না।
জেলা প্রশাসক সম্মেলনে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসক সম্মেলনে কী আলোচনা হয়েছে এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ কমিয়ে দেন।
এরপর সাংবাদিকরা জোর দিয়ে বলেন এটিই মূল উদ্বেগ তবে একমাত্র নয়। তখন অর্থমন্ত্রী আবার বলেন, মূল বিষয় হলো কীভাবে এক কোটি লোককে পারিবারিক কার্ডের মাধ্যমে প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘কম দামে বিভিন্ন পণ্য পাচ্ছেন তারা।’
অর্থমন্ত্রী মাহমুদ আলী আরও বলেন, ‘স্বাধীনতার পর আমরা এখন সর্বোচ্চ পর্যায়ে আছি। অর্থনৈতিক সূচকের উন্নতি হচ্ছে, অর্থনীতি নিয়ে হতাশ হওয়ার কিছু নেই।’
আরও পড়ুন: অর্থনৈতিক সব সূচক বাড়ছে, অনিশ্চয়তা-হতাশার কিছু নেই: অর্থমন্ত্রী
তিনি সাংবাদিকদের প্রতিবেদনের মাধ্যমে আর্থিক খাতের বাস্তব ও প্রকৃত চিত্র তুলে ধরার আহ্বান জানান।
ডেল্টা প্ল্যান-২১০০ অনুযায়ী বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং মেট্রোরেল ও পদ্মা সেতুর মতো বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন দৃশ্যমান।
জেলা প্রশাসক সম্মেলনে অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খানও অংশ নেন।
আরও পড়ুন: সরকার সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করছে: অর্থমন্ত্রী
৮ মাস আগে