২ মাছ ব্যবসায়ী
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ২ টাইলস মিস্ত্রির মৃত্যু, আহত ২ মাছ ব্যবসায়ী
ফরিদপুরের বোয়ালমারীতে মোটরসাইকেল ও পিকআপের সংঘর্ষে মো. ইমরান শেখ ও নাঈম শেখ নামে দুই টাইলস মিস্ত্রির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই মাছ ব্যবসায়ী।
মঙ্গলবার (৫ মার্চ) ভোর ৫টার দিকে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালমারী উপজেলার বিন্নাহুরি নামকস্থানে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় চিকিৎসক নিহত
নিহতরা হলেন- বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের হাটখোলারচর গ্রামের মোহাম্মদ শেখের ছেলে মো. ইমরান শেখ এবং জিয়ার শেখের ছেলে নাঈম শেখ।
পুলিশ সূত্রে জানা যায়, ইমরান ও নাঈম কাজের উদ্দেশ্যে মোটরসাইকেল করে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এত ঘটনাস্থলেই মোটরসাইকেলের ওই দুই আরোহী নিহত হন। এ ঘটনায় দুই মাছ ব্যবসায়ী আহত হয়েছেন।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় ইউনিক গ্রুপের এমডির মেয়ে নাহিদার মৃত্যু
এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সাবরিনা হক টুম্পা বলেন, হাসপাতালে আনার আগেই দুইজনের মৃত্যু হয়েছে। আহত দুইজনের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। অপরজনের অবস্থা গুরুতর হওয়ায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পিকআপটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার পর থেকেই পিকআপচালক পলাতক রয়েছে। তাকে ধরার চেষ্টা চলছে।
আরও পড়ুন: রাজধানীতে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত
১০ মাস আগে