রুফটপ রেস্টুরেন্ট
নারায়ণগঞ্জে দুটি রুফটপ রেস্টুরেন্টে অভিযান
নারায়ণগঞ্জে চাষাঢ়ায় দুটি রুফটপ রেস্টুরেন্টে অভিযান চালিয়েছে সিটি করপোরেশন ও ফায়ার সার্ভিস।
মঙ্গলবার (৫ মার্চ) দুপুর থেকে বিকাল পর্যন্ত শহরের চাষাঢ়া বঙ্গবন্ধু সড়কের সমবায় মার্কেটের টপ ফ্লোরের লা ভিস্তা রেস্টুরেন্ট ও পাশের মেডিনোভা হাসপাতাল ভবনের টপ ফ্লরের চাঁদের পাহাড় রেস্টুরেন্টে এ অভিযান চালানো হয়।
এ সময় অসঙ্গতি পেয়ে প্রতিষ্ঠান দুটিকে প্রাথমিকভাবে সতর্ক করে অগ্নিঝুঁকিপূর্ণ ভবনগুলোর বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় রেস্টুরেন্টগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে অভিযান সংশ্লিষ্টরা।
অভিযানে অংশ নেওয়া নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোস্তফা জানান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের এলাকায় যেসব ভবন আছে, বিশেষ করে যেসব ভবনে একাধিক খাদ্যদ্রব্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান রয়েছে বা যেখানে অগ্নিকাণ্ডের কোনো ধরনের আশঙ্কা আছে সেগুলো চেক করা হচ্ছে। ফায়ার সার্ভিসের একটি দল এই অভিযানে সহযোগিতা করছে।
তিনি বলেন, দুটি রেস্টুরেন্টে অভিযান চালানো হয়েছে। দুটি প্রতিষ্ঠানই নিয়ম বহির্ভূতভাবে টপ ফ্লোরে করা হয়েছে। এমনকি তাদের কাছে ভবনের নকশাও নেই।
অগ্নিঝুঁকির বিষয়ে ডা. মোস্তফা বলেন, একটা ভবনের জরুরি বহির্গমণ পথ সেটি সব সময় সচল থাকার কথা। আগুন নেভানোর জন্য যেটা ফায়ার হাইড্রোলিক সেটা বেশিরভাগ স্থানে অচল। ভবনে অগ্নিনিরাপত্তাজনিত কোনো ব্যবস্থা আমরা দেখিনি।
তিনি আরও বলেন, খাবার পরীক্ষা করে দেখা যায়, খুবই অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ করা হচ্ছে, মেয়াদোত্তীর্ণ খাবার ফ্রিজে সংরক্ষণ করা হয়েছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখরউদ্দিন জানান, তাদের প্রাথমিকভাবে সতর্ক করা হয়েছে তবে স্ট্রাকচারের বাইরে যেসব রুফটপ আছে, তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। চাঁদের পাহাড় ও লা ভিস্তা দুটি প্রতিষ্ঠানেই পর্যাপ্ত ব্যবস্থা ছিল না বলে আমরা তাদের সতর্ক করেছি।
অভিযানে সিটি করপোরেশনের সহকারী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মশিউর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা আলমগীর হীরন, ফুড অ্যান্ড স্যানিটেশন অফিসার শাহাদাৎ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
৯ মাস আগে