গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ি
গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
গাইবান্ধায় পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। বুধবার (৬ মার্চ) গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ি এলাকায় ঘটনা দুইটি ঘটে।
নিহতরা হলেন- হামিদুল ইসলাম, বাড়ি দিনাজপুর জেলার সুন্দরগঞ্জে এবং অজ্ঞাতনামা এক ভ্যানচালক।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ জানান, গাইবান্ধায় ঢাকা-রংপুর মহাসড়কের চৌমাথায় র্যাকারের ধাক্কায় অজ্ঞাতনামা এক ভ্যান চালক নিহত হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভ্যান চালকের পরিচয় পাওয়া যায়নি।
গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান জানান, পলাশবাড়িতে ঢাকা-রংপুর মহাসড়কে ট্রাকের গ্লাস পরিষ্কার করার সময় পেছন থেকে লং ভেরিকেল এসে হেলপারকে চাপা দেয়। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আরও পড়ুন: গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় পরিবহন শ্রমিক নিহত
৯ মাস আগে