সিরাজগঞ্জ মেডিকেল কলেজ
শ্রেণিকক্ষে শিক্ষার্থীকে গুলি: সিরাজগঞ্জ মেডিকেল কলেজে ক্লাস বর্জন কর্মসূচি প্রত্যাহার
সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের ক্লাসরুমে ছাত্রকে গুলিকরার ঘটনায় কমিউনিটি মেডিসিন বিভাগের শিক্ষক ডা. রায়হান শরীফকে সাময়িক বরখাস্তের পর বুধবার ক্লাস বর্জন ও অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেছে শিক্ষার্থীরা।
তবে অভিযুক্ত শিক্ষক ডা. রায়হান শরীফের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা প্রতিবাদ সভা, সমাবেশসহ অন্যান্য কর্মসূচি অব্যাহত রাখবে বলে তা জানিয়েছেন।
বুধবার সকালে ক্লাস বর্জন করে কলেজ ক্যাম্পাসে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি শুরু করে শিক্ষার্থীরা।পরে পুলিশ ও কলেজ প্রশাসনের হস্তক্ষেপে তারা কর্মসূচি থেকে সরে আসেন তারা।
আরও পড়ুন: শ্রেণিকক্ষে গুলি: সিরাজগঞ্জ মেডিকেল কলেজের প্রভাষক বরখাস্ত
শিক্ষার্থীরা সাংবাদিকদের জানান, কলেজ প্রশাসনের আশ্বাসে এবং অভিযুক্ত শিক্ষক রায়হান শরীফকে সাময়িক বরখাস্তের পর ক্লাস বর্জন কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। তারা বৃহস্পতিবার যথারীতি ক্লাস শুরু করবে।
কলেজের অধ্যক্ষ ডা. আমিরুল হোসেন চৌধুরী বলেন, স্বাস্থ্য বিভাগ ইতোমধ্যে শিক্ষককে সাময়িক বরখাস্ত করায় শিক্ষার্থীরাও তাদের ক্লাস বর্জন কর্মসূচি প্রত্যাহার করেছে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে মেডিকেল শিক্ষার্থীকে গুলি করার ঘটনায় মামলা
সিরাজগঞ্জে শ্রেণিকক্ষে শিক্ষকের গুলিতে মেডিকেল ছাত্র গুলিবিদ্ধ
৯ মাস আগে