কলা ব্যবসায়ী
নাটোরে রাস্তার পাশ থেকে কলা ব্যবসায়ীর লাশ উদ্ধার
নাটোরের সদর উপজেলায় রাস্তার পাশ থেকে শফিকুল ইসলাম নামে এক কলা ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে উপজেলার দিয়ার সাতুরিয়া এলাকায় রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে হাত-পা বাঁধা নারীর লাশ উদ্ধার
নিহত কলা ব্যবসায়ী শফিকুল ইসলামের বাড়ি টাঙ্গাইলের মধুপুরে।
সদর থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, স্থানীয়রা নাটোর-ঢাকা মহাসড়কের পাশে লাশটি দেখে পুলিশে খবর দেয়।
পরে পুলিশ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গিয়ে লাশটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায় এবং ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্ত করে।
তিনি আরও জানান, চলন্ত কোনো বাস থেকে পড়ে তার মৃত্যূ হয়ে থাকতে পারে বলে প্রাথমিক ধারণা করছে পুলিশ।
আরও পড়ুন: ব্রহ্মপুত্র নদী থেকে নিখোঁজ ২ স্কুলছাত্রের লাশ উদ্ধার
মুরগির ঘরের মাটি খুঁড়তেই মিলল স্কুল ছাত্রের লাশ
৯ মাস আগে