শিশুসহ দগ্ধ ১১
চট্টগ্রামে গ্যাস লাইনের লিকেজ থেকে আগুনে শিশুসহ দগ্ধ ১১
চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার বাহির সিগন্যাল এলাকায় এক ভবনে আগুনে নারী ও শিশুসহ ১১ জন দগ্ধ হয়েছে। অগ্নিদগ্ধদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাহির সিগন্যাল শংকর দেওয়ানজীহাটে ওসমান গনি হুজুর নামে এক ব্যক্তির মালিকানাধীন ভবনের তৃতীয় তলায় এ অগ্নিকাণ্ড ঘটে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জ ও ঝিনাইদহে কয়েলের আগুনে ১১টি গবাদি পশুর মৃত্যু
এদিকে ফায়ার সার্ভিসের সহায়তায় রাতেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এছাড়া এখনো আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়নি।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির জানান, ওই ভবনের তৃতীয় তলায় চারটি ফ্ল্যাটে তিনটি পরিবার ছিল।
প্রাথমিকভাবে জানা যায়, লাইনের গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত। আগুনে দগ্ধ মোট ১১ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হয়েছে।
আরও পড়ুন: এস আলম সুগার মিলের আগুনে চিনির দামে প্রভাব পড়বে না: প্রতিমন্ত্রী
চট্টগ্রামে এস আলম সুগার মিলের আগুনে পুড়ে গেছে এক লাখ টন চিনি
১০ মাস আগে