৩ বাহন
পিরোজপুরে ৩ বাহনের সংঘর্ষে নিহত ৭, আহত ১০
পিরোজপুরে বাস, অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।
শুক্রবার (৮ মার্চ) দুপুরে সদর উপজেলার পিরোজপুর পাড়েরহাট সড়কের ঝাউতলায় এ দুর্ঘটনা ঘটে। পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- স্বপন হাওলাদার, মো. হেমায়েত, খাইরুল, নাইম, মনসুরা বেগম, আলমগীর ও জেসমিন।
আরও পড়ুন: লালমনিরহাটে স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যুর অভিযোগ
পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মো. সেলিম মিয়া জানান, শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে পিরোজপুর থেকে পাড়েরহাট যাওয়ার পথে অটোরিকশা্টি ঝাউতলায় যাত্রী নামাচ্ছিল।
এ সময় পিরোজপুর থেকে একটি যাত্রীবাহী বাস ইন্দুরকানী যাওয়ার পথে ওই অটোরিকশাকে অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে সাইড দিতে গেলে তিন বাহনের সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই চারজন ও পিরোজপুর সদর হাসপাতালে নেওয়ার পথে আরও তিনজন নিহত হন। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন।
আহতদের পিরোজপুর হাসপাতালে ও গুরুতর আহতদের খুলনা ও বরিশালের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: সিলেটে প্রবাসী যুবক খুন!
সিলেটে বাস-ট্রাকের সংঘর্ষে শিশু নিহত, আহত ১০
৯ মাস আগে