বোলিং করার সিদ্ধান্ত
তৃতীয় টি-টোয়েন্টি: সিরিজ নির্ধারণী ম্যাচে ফের বোলিং করার সিদ্ধান্ত বাংলাদেশের
শ্রীলঙ্কার বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচটিতে শনিবার টস জিতে সিরিজ নির্ধারণী লড়াইয়ে বল করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ।
এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ৮ উইকেটের জয়ে সিরিজে ১-১ সমতা এনেছে স্বাগতিকরা।
এছাড়া দ্বিতীয় ম্যাচে নাজমুল হোসেন শান্তর অর্ধশত রানের ইনিংস, যা স্বস্তি ফিরেয়ে আনে। কারণ তিনি দীর্ঘদিন ধরে লড়াই করছিলেন।
আরও পড়ুন: বিশ্বের যেকোনো প্রান্ত থেকে দেখা যাবে বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজ
প্রথম ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদ ও জাকের আলী ৫০ রান করলেও সেই ম্যাচ বাংলাদেশ হেরে যাওয়ায় তাদের প্রচেষ্টা ব্যর্থ হয়।
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামছে বাংলাদেশ।
এই সিরিজের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে দুই দলই চট্টগ্রাম যাবে। এরপর দুই ম্যাচের টেস্ট সিরিজ।
প্রথম টেস্ট সিলেটে এবং দ্বিতীয় টেস্ট চট্টগ্রামে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ একাদশ-
লিটন দাস (উইকেট কিপার), সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তৌহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা একাদশ-
ধনঞ্জয়া ডি সিলভা, কুশল মেন্ডিস (উইকেট কিপার), কামিন্দু মেন্ডিস, সাধিরা সামারাবিক্রমা, চারিথ আশালঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দাশুন সানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা (অধিনায়ক), মহেশ থিকশানা, বিনুরা ফারর্নাডো ও নুয়ান তুষারা।
আরও পড়ুন: শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বোলিংয়ে বাংলাদেশ
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে টসে জিতে বোলিং নিয়েছে বাংলাদেশ
৯ মাস আগে