আলেয়া আক্তার
হবিগঞ্জে আলেয়া আক্তার জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত
হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে আলেয়া আক্তার ৫৬৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘোড়া প্রতীকে আলমগীর চৌধুরী ঘোড়া প্রতীকে পেয়েছেন ৫০১ ভোট।
নির্বাচনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।
আরও পড়ুন: সাংবিধানিকভাবে নির্বাচিত সরকারকে কেউ হটাতে পারবে না: কাদের
অপর দুই প্রার্থীরা হলেন- মো. ফরিদ উদ্দিন তালুকদার (মোটর সাইলে) পেয়েছেন ছয় ভোট এবং আইনজীবী মো. নূরুল হক (চশমা) পেয়েছেন পাঁচ ভোট।
শনিবার সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত ৯টি কেন্দ্রে ইভিএম মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। মোট ভোটার ছিলেন- এক হাজার ১০৪ জন। এর মধ্যে এক হাজার ৭৬ জন ভোট দেন।
জেলা নির্বাচন কর্মকর্তা রিটার্নিং অফিসার মোহাম্মদ সাইদুর রহমান বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।
আরও পড়ুন: ডাল্টন জহির এফবিসিসিআইয়ের সিভিল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম স্ট্যান্ডিং কমিটির কো-চেয়ারম্যান নির্বাচিত
ঝিনাইদহ-১ আসনের নৌকার প্রার্থীকে নির্বাচিত ঘোষণার গেজেট স্থগিত
১০ মাস আগে