বিজিএমইএ নির্বাচন-২০২৪
বিজিএমইএ নির্বাচন-২০২৪: ভোট পড়েছে ৮৯ শতাংশ, গণনা চলছে
তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনে ভোট দিয়েছে ৮৯ শতাংশ ভোটার। নির্ধারিত সময়ে ভোটগ্রহণ শেষ করার পর চলছে গণনার কার্যক্রম।
শনিবার(৯ মার্চ) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উত্তরার বিজিএমইএ ভবনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
ভোটগ্রহণ শেষে নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান জাহাঙ্গীর আলামিন সাংবাদিকদের বলেন, অবাধ ও সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত এবারের নির্বাচনে ৮৯ শতাংশ ভোট পড়েছে। বড় ধরনের কোনো অভিযোগ আসেনি।
এবারের নির্বাচনে মোট ২ হাজার ৪৯৬ জন ভোটারের মধ্যে প্রায় ২ হাজার ২২৬ জন ভোট দিয়েছেন, যা ৮৯ শতাংশের বেশি।
এর মধ্যে ঢাকার ২ হাজার ৩২ জন ভোটারের মধ্যে ১ হাজার ৮৩৯ জন বা ৯০ শতাংশের বেশি (৯০.৫০ শতাংশ) ভোট দিয়েছেন। চট্টগ্রামে ৪৬৪ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৩৮৭ জন, যা প্রায় ৮৩ দশমিক ৪০ শতাংশ।
এবারের নির্বাচনে ঢাকা ও চট্টগ্রামে ৩৫টি পরিচালক পদের বিপরীতে লড়ছেন ৭০ জন প্রার্থী। বিজিএমইএর পরিচালনা পর্ষদের এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে ফোরাম ও সম্মিলিত পরিষদ নামে দুটি প্যানেল।
সম্মিলিত পরিষদের নেতৃত্ব দেন সেবা ডিজাইনের চেয়ারম্যান এস এম মান্নান কচি, যিনি বিজিএমইএ'র বর্তমান জ্যেষ্ঠ সহ-সভাপতি। আরেকটি প্যানেল ফোরামের নেতৃত্বে রয়েছেন সুরমা গার্মেন্টসের পরিচালক ফয়সাল সামাদ। তিনি কমিটির বর্তমান পরিচালক। এছাড়া ফয়সাল একসময় সহ-সভাপতির দায়িত্বও পালন করেছেন।
৮ মাস আগে