নারী হত্যা
চট্টগ্রামে নারী হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড
চট্টগ্রামে মঞ্জু সেন নামে এক নারীকে হত্যার দায়ে দুই যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া এক যুবককে খালাস দেওয়া হয়েছে।
রবিবার (১০ মার্চ) চট্টগ্রাম ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ বেগম সিরাজাম মুনীরা এ রায় দেন।
দণ্ডিতরা হলেন- মো. রুবেল (২৮) ও মো. আব্বাস (৩৪)। খালাস পেয়েছেন আসামি ফরহাদ হোসেন জাকি (৩৭)।
চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর দীর্ঘতম বড়ুয়া দীঘু বলেন, ভুক্তভোগীর শরীর থেকে স্বর্ণালঙ্কার ছিনিয়ে নিতে আসামিরা মঞ্জু সেনকে হত্যা করেছিল। আদালতে এ অভিযোগ প্রমাণিত হওয়ায় ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে রুবেল ও আব্বাসকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
তিনি বলেন, আসামিদের মৃত্যুদণ্ডের পাশাপাশি স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ায় অন্য ধারায় ২ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৮ সালের ২৬ মে দুপুরে সদরঘাট থানার নেভাল-টু এলাকায় একটি পরিত্যক্ত ভবনের পাশের ঝোপে মঞ্জু সেনের লাশ খুঁজে পায় পুলিশ। এ ঘটনায় পুলিশ রুবেল ও আব্বাসকে গ্রেপ্তার করে। রুবেল মঞ্জু সেনের বাড়ির দারোয়ান ছিলেন বলেও জানা যায়।
পুলিশ তদন্ত শেষে ২০১৮ সালের ১০ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
৮ মাস আগে