ট্রাকচালক আহত
খিলগাঁওয়ে দুর্বৃত্তের গুলিতে ট্রাকচালক আহত
রাজধানীর খিলগাঁওয়ে এক ট্রাকচালককে গুলি করে আহত করেছে দুর্বৃত্তরা।
রবিবার (১০ মার্চ) এলাকার আমুলিয়া বাইকদিয়ায় এ ঘটনা ঘটে।
আহত আলম (৪৮) খিলগাঁওয়ের নন্দীপাড়া এলাকার বাসিন্দা।
আরও পড়ুন: গাজীপুরে দুর্বৃত্তের হামলায় অটোরিকশাচালক নিহত, আহত ভাই-ভাতিজা
আহতের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, আমুলিয়া বাইকদিয়ায় আলমের ট্রাক লক্ষ্য করে ৮-১০ জন যুবক ইটপাটকেল নিক্ষেপ করে।
একপর্যায়ে তারা ট্রাকের জানালার কাঁচ ভেঙে ফেলে। সে সময় আলম গাড়ি চালানো বন্ধ করলে দুর্বৃত্তরা তাকে মারধর করে এবং তার ডান পায়ে গুলি করে।
আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তবে কী কারণে এ হামলা চালানো হয়েছে তা জানা যায়নি।
আরও পড়ুন: কুমিল্লায় দুর্বৃত্তের হাতে যুবক খুন
৯ মাস আগে