হাজতখানা
আদালতের হাজতখানায় কেক কেটে ছাত্রদল নেতার জন্মদিন পালন, ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন
নরসিংদী আদালতের হাজতখানায় কেক কেটে জেলা ছাত্রদলের সভাপতি ছিদ্দিকুর রহমান নাহিদের জন্মদিন পালন করার অভিযোগ পাওয়া গেছে।
এ সময় মোবাইল ফোনে বিভিন্ন ব্যক্তির সঙ্গে কথা বলতে দেখা গেছে নাহিদকে। এ নিয়ে জেলা পুলিশের পক্ষ থেকে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আরও পড়ুন: রাজধানীতে র্যাবের অভিযানে ছাত্রদলের ২ নেতা-কর্মী গ্রেপ্তার
এ ঘটনার একটি ভাইরাল হওয়া ভিডিও তাৎক্ষণিকভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে যায়।
ভিডিওতে দেখা যায়, নরসিংদী জেলা ছাত্রদল নেতা ছিদ্দিকুর রহমান নাহিদ হাজতখানায় আসার পর একাধিক ছাত্রদল নেতা জন্মদিন পালন করতে সেখানে কেক নিয়ে হাজির হন। পরে তারা হাজতখানার ভেতরে বসে কেক কেটে জন্মদিন পালন করেন।
এদিকে জন্মদিন পালনের ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে পড়ে হাজতখানায় জন্মদিন পালনের বিষয়টি।
নরসিংদী আদালতের হাজতখানার পুলিশ পরিদর্শক মো. ওয়াহিদুজ্জমান জানান, বিষয়টি আমাদের নজরে এসেছে। ইতোমধ্যে এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: পটুয়াখালীতে নির্বাচন বর্জনের প্রচারণায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ
৯ মাস আগে