নারীসহ আটক ৩
নিখোঁজের ৩ দিন পর সেপটিক ট্যাংকে যুবকের লাশ, নারীসহ আটক ৩
গাইবান্ধায় নিখোঁজের তিন দিন পর সেপটিক ট্যাংক থেকে শরিফুল ইসলাম পাভেল নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১২ মার্চ) গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের রঘুনাথপুরে সেপটিক ট্যাংক থেকে লাশটি উদ্ধার করা হয়।
আরও পড়ুন: লালমনিরহাটে স্বেচ্ছাসেবক দল নেতার লাশ উদ্ধার
নিহত শরিফুল ইসলাম পাভেল অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সামাদ আকন্দের ছোট ছেলে।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, নিহতের পাশের বাড়ির সেপটিক ট্যাংক থেকে গন্ধ বের হলে স্থানীয়দের দেওয়া খবরে গাইবান্ধা থানা পুলিশ সেখানে উপস্থিত হয়ে নিখোঁজ হওয়া পাভেলের লাশ উদ্ধার করে।
ওসি আরও জানান, ময়নাতদন্তের জন্য তার লাশ গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে পাশের বাড়ির দুই নারীসহ তিনজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আরও পড়ুন: নাটোরে পৃথক স্থান থেকে ২ জনের লাশ উদ্ধার
দিনাজপুরে ফেরিওয়ালার লাশ উদ্ধার
৯ মাস আগে