৫ কেজি স্বর্ণ
যশোরে ৫ কেজি স্বর্ণ ও পাচারকারীর লাশ উদ্ধার
যশোরের শার্শার সীমান্তের ইছামতী নদী থেকে ৫ কেজি ২৭০ গ্রাম ওজনের ৪০টি স্বর্ণের বারসহ মশিয়ার রহমান নামে এক পাচারকারীর লাশ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
বুধবার (১৩ মার্চ) সকাল ১০টার দিকে সীমান্তের অগ্রভুলোট এলাকার হরিশচন্দ্রপুর গ্রামের সীমান্ত ঘেষা ইছামতী নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: খুলনায় সড়ক দুর্ঘটনা মোটরসাইকেল চালক নিহত
নিহত মশিয়ার সীমান্তের হরিশচন্দ্রপুর গ্রামের মৃত গোলাম রহমানের ছেলে।
স্থানীয়রা জানায়, মশিয়ার স্বর্ণের একটি চালান দিয়ে ভারতে যাওয়ার পথে ইছামতী নদী পার হওয়ার সময় নদীতে পড়ে যায়। সেই থেকে নিখোঁজ ছিলো মশিয়ার। খোঁজাখুঁজির এক পর্যায়ে বুধবার সকালে ১৭/৭ এস আর ৬০ পিলারের ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ইছামতী নদীতে লাশটি ভেসে উঠে। এ সময় বিজিবি সদস্যরা লাশটি উদ্ধার করে। এ সময় তার দেহে কস্টেপ দিয়ে মোড়ানো অবস্থায় চারটি প্যাকেটে ৪০টি স্বর্ণেরবার পাওয়া যায়।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল খুরশিদ আনোয়ার জানান, স্বর্ণগুলো যশোর ট্রেজারি শাখায় জমা দেওয়া হবে। পাচারকারীর লাশ ময়নাতদন্তের জন্য শার্শা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: বরিশালে পৃথক সড়ক দুর্ঘটনায় সাবেক চেয়ারম্যানসহ নিহত ৪
পাবনায় নিখোঁজ রাজমিস্ত্রির গলাকাটা লাশ
৮ মাস আগে