রুবানা হক
এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এর নতুন ভিসি রুবানা হক
এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (এইউডব্লিউ) এর বোর্ড অব ট্রাস্টি ড. রুবানা হককে বিশ্ববিদ্যালয়টির নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ দিয়েছে।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে তিনি বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি মেম্বার ছিলেন এবং সম্প্রতি বোর্ড অব ট্রাস্টিজের সহ-সভাপতিও নির্বাচিত হয়েছেন।
ড. হক বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) এর প্রথম নারী সভাপতি হিসাবে ব্যাপক খ্যাতি অর্জন করেছেন। তিনি ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাহিত্যে পিএইচডি ডিগ্রি লাভ করেছেন।
আরও পড়ুন: রাবিতে ২২ ফেব্রুয়ারি থেকে সশরীরে ক্লাস শুরু
তিনি এইউডব্লিউ -এর পাথওয়েজ ফর প্রমিজ প্রোগ্রাম চালু করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এছাড়াও তিনি ‘বিবিসি ১০০ নারী’ নিবন্ধে ২০১৩ ও ২০১৪ সালে পরপর দুইবার স্থান পেয়েছিলেন।
ড. হক বর্তমানে নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের স্টার্ন স্কুল অব বিজনেস এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এশিয়া সেন্টারে ভিজিটিং ফেলো।
ড. হকের নিয়োগের ঘোষণা দিতে গিয়ে শিক্ষামন্ত্রী এবং এইউডব্লিউ বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি ডা. দীপু মনি রুবানা হক সম্পর্কে বলেছেন, ট্রাস্টিরা এইউডব্লিউকে উন্নয়নের পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার জন্য একজন অনুকরণীয় নেতা ও প্রশাসক খুঁজে পেয়েছেন।
আরও পড়ুন: শতভাগ শিক্ষার্থী বান্ধব শাবিপ্রবি করার চেষ্টা করবো: উপাচার্য
শাবিপ্রবির প্রথম নারী ছাত্র উপদেষ্টা অধ্যাপক আমিনা পারভীন
১১৪৪ দিন আগে
করোনাভাইরাস: কারখানা বন্ধের সুপারিশ বিজিএমইএ’র
করোনাভাইরাসের কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ড. রুবানা হক মালিকদের কারখানা বন্ধের বিষয়টি বিবেচনা করার আহ্বান জানিয়েছেন।
১৮৩৫ দিন আগে
শ্রম সংস্কারে বাংলাদেশ-ইইউকে একসাথে কাজ করতে হবে- পররাষ্ট্র প্রতিমন্ত্রী
শ্রম সংস্কারে বাংলাদেশ এবং ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) একসাথে কাজ করে যেতে হবে বলে মনে করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলাম।
১৮৮৪ দিন আগে