সংগ্রহ ২৮৬
দ্বিতীয় ওয়ানডে: শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের সংগ্রহ ২৮৬
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শুক্রবার চট্টগ্রামে ক্যারিয়ারের সেরা অপরাজিত ৯৬ রানের ইনিংস খেলে টাইগারদের ২৮৬ রানের লড়াকু সংগ্রহ এনে দেন তৌহিদ হৃদয়।
শ্রীলঙ্কা টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাট করতে পাঠায়। এদিকে লিটন দাস শূন্য রানে আউট হলে স্বাগতিকরা আবার বড় ধরনের ধাক্কা খায়।
তবে দ্বিতীয় উইকেট জুটিতে ৭৫ রান যোগ করায় টপ অর্ডার অক্ষত রাখতে লড়াই করেন সৌম্য সরকার ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
খুব সতর্কতার সঙ্গে শক্ত ভিত গড়ে তুলেছেন তারা। ৩৯ বলে ৪০ রানে আউট হন শান্ত। শুরুটা দারুণ করলেও তা ধরে রাখতে পারেননি তিনি।
আরও পড়ুন: প্রথম ওয়ানডে: বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত শ্রীলঙ্কার
তার আউটের পর সৌম্য ও তৌহিদ ৫৫ রানের জুটি গড়েন, এরপর ৬৮ রানে ওয়ানিন্দু হাসারাঙ্গার শিকার হন সৌম্য।
সৌম্যর আউটের পর মাহমুদউল্লাহ রিয়াদ তিন বলে শূন্য রানে আউট হলে আবারও হোঁচট খায় বাংলাদেশ।
উইকেটের অপর প্রান্তে দৃঢ় ছিলেন তৌহিদ। তিনি ধীরে ধীরে এগিয়ে যান এবং ওয়ানডেতে তার সপ্তম অর্ধশতরান করেন। মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ দুইজনই ভালো শুরু পেলেও বড় ইনিংস খেলে হতাশ হয়েছেন।
তানজিম হাসান ৩৩ বলে ১৮ রান করে তৌহিদকে দারুণভাবে সঙ্গ দেন। তানজিম আউট হওয়ার পর তাসকিন আহমেদ এসে দ্রুত রান তোলেন। শেষ পাঁচ ওভারে তৌহিদের ছয়টি ছক্কার সুবাদে ৫৪ রান তোলে বাংলাদেশ।
শেষ পর্যন্ত তৌহিদ ৯৬ রানে অপরাজিত এবং তাসকিন ১৮ রানে অপরাজিত ছিলেন।
শ্রীলঙ্কার পক্ষে হাসারাঙ্গা ৪৫ রান দিয়ে ৪টি ও দিলশান মাদুশঙ্কা ২টি উইকেট নেন।
আরও পড়ুন: দ্বিতীয় ওয়ানডে: টস জিতে বোলিংয়ে লঙ্কানরা
প্রথম ওয়ানডে: ২৫৫ রান তাড়া করতে নেমে টপ অর্ডার হারিয়েছে বাংলাদেশ
৭ মাস আগে