পোশাক শ্রমিকের মৃত্যু
গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: আহত পোশাক শ্রমিকের মৃত্যু
গাজীপুরের কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩৫ জনের মধ্যে একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
নিহত সোলায়মান মোল্লা (৪৫) সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাসিন্দা এবং কালিয়াকৈর উপজেলায় একটি তৈরি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে সোলায়মানের মৃত্যু হয় বলে জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল।
তিনি জানান, ৯৫ শতাংশ পুড়ে যাওয়া সোলায়মানের চিকিৎসা চলছিল।
আরও পড়ুন: চায়ের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: একজন দগ্ধ
এর আগে গত বুধবার কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী ও শিশুসহ অন্তত ৩৫ জন দগ্ধ হন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, একজন রোগী শতভাগ পুড়ে যান, তিনজন রোগী ৯৫ শতাংশ পুড়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ১৬ জন ৫০ শতাংশের বেশি পুড়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যা ৬টার দিকে জেলার কালিয়াকৈর উপজেলার মৌচাকের তেলিরচালা এলাকার একটি বাড়িতে রান্নার গ্যাস সিলিন্ডারে আগুন লাগে। বাড়ির লোকজন সেটি রাস্তায় ফেলে দিলে বিস্ফোরণ ঘটে।
তাদের প্রথমে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।
আরও পড়ুন: গাজীপুরে গ্যাস সিলিন্ডার থেকে আগুনে দগ্ধ ৩৫
৮ মাস আগে