পাটুয়াটুলি
পুরান ঢাকায় ছাপাখানার আগুন নিয়ন্ত্রণে
শুক্রবার রাতে পুরান ঢাকার পাটুয়াটুলিতে একটি ছাপাখানায় অগ্নিকাণ্ড ঘটেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেলের গুদাম পরিদর্শক আনোয়ারুল ইসলাম বলেন, রাত ৯টা ৩৮ মিনিটে জিনাত প্রিন্টিং ওয়ার্কস লিমিটেডে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত ১০টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিনির্বাপক কর্মীদের সঙ্গে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদস্যরাও।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি বলে জানান এই কর্মকর্তা। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন: উত্তরার কাঁচাবাজারের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে
বঙ্গবন্ধু টানেলের পরিত্যক্ত ওয়্যার হাউজে আগুন নিয়ন্ত্রণে
৯ মাস আগে