পাঁচ ম্যাচ
বাংলাদেশ-জিম্বাবুয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সূচি ঘোষণা
আগামী মে মাসে বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-টোয়েন্টি সিরিজের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২৮ এপ্রিল এখানে আসবে জিম্বাবুয়ে দল।
আরও পড়ুন: দ্বিতীয় ওয়ানডে: টস জিতে বোলিংয়ে লঙ্কানরা
পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিন ম্যাচ যথাক্রমে ৩, ৫, ৭ মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এবং চতুর্থ ও পঞ্চম ম্যাচ অনুষ্ঠিত হবে ১০ ও ১২ মে ঢাকার শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে।
এদিকে বাংলাদেশে দুই ম্যাচের দ্বিপাক্ষিক টেস্ট সিরিজটি চলতি বছর থেকে পিছিয়ে ২০২৫ সালে নির্ধারণ করতে সম্মত হয়েছে বিসিবি ও জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড।
২০১৮ সালের পর এই প্রথম দুই দলের মধ্যে টেস্ট সিরিজ হতে যাচ্ছে।
আরও পড়ুন: শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডে: লিটন বাদ, ডাক পেলেন জাকের আলী
দ্বিতীয় ওয়ানডে: শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের সংগ্রহ ২৮৬
৯ মাস আগে