দুইটি পিস্তল
সিনেমা দেখে অনুপ্রাণিত হয়ে দুইটি পিস্তল ও গুলি কেনেন শিক্ষক রায়হান: ডিবি পুলিশ
সিনেমা দেখে অনুপ্রাণিত হয়ে শিক্ষক রায়হান শরীফ দুইটি পিস্তল ও গুলি কেনেন বলে জানিয়েছেন সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুলহাজ উদ্দীন।
রিমান্ডে পুলিশের জিজ্ঞাসাবাদে এ কথা স্বীকার করেন রায়হান। পাঁচ দিনের রিমান্ড শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান ডিবির ওসি।
ওসি মো. জুলহাজ উদ্দীন জানান, মূলত তিনি সিনেমা দেখেই অনুপ্রাণিত হন এবং অস্ত্রের প্রতি তার এক ধরনের আকর্ষণ তৈরি হয়। এরপর বেশ কিছুদিন অস্ত্রের অনুসন্ধান করতে থাকেন।
আরও পড়ুন: রোজায় শরীর সুস্থ রাখতে যে ১০টি বিষয় এড়িয়ে চলা উচিৎ
এরই এক পর্যায়ে অস্ত্র ব্যবসায়ীর কাছ থেকে ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে ও ডিসেম্বর মাসে বিদেশি দুইটি পিস্তল ও গুলি কেনেন তিনি।
তিনি আরও জানান, সব অস্ত্রই তিনি শখের বশে কিনেছেন। এছাড় আরও কিছু অস্ত্র কেনার পরিকল্পনা থাকলেও অস্ত্র ব্যবহার করে বড় ধরনের কোনো পরিকল্পনার ছক তার ছিল না বলে জানান।
সিরাজগঞ্জের পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল বলেন, যার কাছ থেকে অস্ত্র কিনেছিলেন পেশাদার সেই অবৈধ অস্ত্র ব্যবসায়ীর তথ্যও পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে তা প্রকাশ করা যাচ্ছে না।
ওই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
পাঁচ দিনের রিমান্ড শেষে শুক্রবার দুপুরে আবারও শিক্ষক রায়হান শরীফকে কারাগারে পাঠানো হয়েছে।
গত ৪ মার্চ সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজের হাসপাতালের তৃতীয় বর্ষের এক শিক্ষার্থীর পায়ে গুলি করেন রায়হান। তাৎক্ষণিক পুলিশ এসে ডা. রায়হান শরীফকে হেফাজতে নেয়। এরপর তার কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, ৮১ রাউন্ড গুলি ও বেশকিছু বিদেশি চাকু উদ্ধার করে পুলিশ।
আরও পড়ুন: এফবিসিসিআইয়ের বিদেশি বিনিয়োগ কমিটির চেয়ারম্যান হলেন ওয়াহিদ রায়হান
খুলনায় কারগারে বসে এসএসসি পরীক্ষা দিলো রায়হান
৯ মাস আগে