সয়াবিন খেত
বরিশালে সয়াবিন খেত থেকে আওয়ামী লীগ নেতার লাশ উদ্ধার
বরিশালের হিজলায় সয়াবিন খেত থেকে জামাল মাঝি নামে এক আওয়ামী লীগের এক নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৬ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে লাশ উদ্ধার করা হয়েছে বলে জানান হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবাইর।
আরও পড়ুন: নাটোরে পৃথক স্থান থেকে ২ জনের লাশ উদ্ধার
নিহত জামাল মাঝি বরিশাল-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য (এমপি) পংকজ দেবনাথের অনুসারী।
তিনি উপজেলার ধুলখোলা ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বলে জানিয়েছেন পংকজ দেবনাথ।
নিহতের স্ত্রী আঁখি বেগম জানান, রাতে ২টার দিকে স্বামীকে মোবাইল ফোনে কল দিলে তিনি জানান, ভালো আছেন ও নিরাপদে আছেন। পরে সকাল ৯টার দিকে জানতে পারি স্বামীর লাশ সয়াবিন খেতে পড়ে আছে।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবাইর বলেন, পরিত্যক্ত অবস্থায় লাশ পেয়েছি। নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাত থাকায় কুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কে বা কারা করেছে তা জানি না। তদন্ত করে বলতে পারব কারা জড়িত।
আরও পড়ুন: নাটোরে এক ব্যক্তির লাশ উদ্ধার
যশোরে ৫ কেজি স্বর্ণ ও পাচারকারীর লাশ উদ্ধার
৯ মাস আগে