ঢাকা-মুন্সিগঞ্জ সড়ক
নারায়ণগঞ্জে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
নারায়ণগঞ্জের ফতুল্লায় বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন ক্রোনী অ্যাপারেলস কারখানার শ্রমিক ও কর্মচারীরা।
শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা-মুন্সিগঞ্জ সড়কের পাশে অবস্থান নিয়ে কারখানার সামনে তারা এই বিক্ষোভ করেন।
আরও পড়ুন: ভারতে পর্যটককে সংঘবদ্ধ ধর্ষণ: নারীর প্রতি যৌন সহিংসতা রোধে দেশজুড়ে বিক্ষোভ
আন্দোলনরতদের মধ্যে শ্রমিকদের ২ মাস এবং স্টাফদের ৫ মাসের বেতন বকেয়া রয়েছে।
এদিকে বিক্ষোভে ক্রোনী অ্যাপারেলস কারখানার প্রায় তিন শতাধিক শ্রমিক ও স্টাফরা কর্মবিরতি পালন করেন।
এ সময় প্রায় ৩ ঘণ্টা কারখানার সামনে অবস্থান নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মালিক ও শ্রমিকদের সঙ্গে কথা বলেন।
নারায়ণগঞ্জ শিল্প পুলিশের পরিদর্শক (ইনটেলিজেন্স) সেলিম বাদশা জানান, স্টাফদের বেতন পরিশোধের দাবিতে তারা কারখানার সামনে অবস্থান নিয়েছিল। তবে সড়ক অবরোধ করেনি।
তিনি আরও জানান, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই তাদের কর্মস্থলে ফেরত পাঠানো হয়েছে। মালিকপক্ষ জানিয়েছে চলতি সপ্তাহেই তাদের বকেয়া বেতন পরিশোধ করা হবে।
আরও পড়ুন: ফাইরুজের আত্মহত্যার ঘটনায় জবি ক্যাম্পাসে বিক্ষোভ, অভিযুক্ত সহকারী প্রক্টর ও সহপাঠী সাময়িক বরখাস্ত
সাঁওতাল হত্যার প্রতিবাদ: ৭ দফা দাবি আদায়ে গাইবান্ধায় বিক্ষোভ
৯ মাস আগে