পদ্মা ও এক্সিম ব্যাংক
সোমবার একীভূতকরণে সমঝোতা স্মারক চুক্তি করবে পদ্মা ও এক্সিম ব্যাংক
একীভূতকরণের বিষয়ে সোমবার (১৮ মার্চ) একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করতে যাচ্ছে পদ্মা ব্যাংক ও এক্সিম ব্যাংক লিমিটেড।
পদ্মা ব্যাংকের সঙ্গে একীভূত হওয়ার আগে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন অনুযায়ী মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করেছে এক্সিম ব্যাংক।
মূল্য সংবেদনশীল তথ্য সম্বলিত বিজ্ঞপ্তিতে এক্সিম ব্যাংকের কোম্পানি সচিব মনিরুল ইসলাম বলেন, নিয়ন্ত্রক সংস্থা বা বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর একীভূতকরণ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
আরও পড়ুন: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তে এক্সিম ব্যাংকের সঙ্গে একীভূত হতে যাচ্ছে পদ্মা ব্যাংক
এর আগে গত ৪ মার্চ ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার বলেছিলেন, চলতি বছরের মধ্যে ৭টি থেকে ১০টি দুর্বল ব্যাংককে শক্তিশালী বা ভালো ব্যাংকের সঙ্গে একীভূত করা হবে।
তিনি আরও বলেন, ‘এই সময়ের মধ্যে দুর্বল ব্যাংকগুলো স্বেচ্ছায় একীভূত না হলে আগামী বছর থেকে তারা একীভূত হতে বাধ্য হবে।’
এরপর পদ্মা ব্যাংক ও এক্সিম ব্যাংক প্রথম স্বেচ্ছায় একীভূত হতে যাচ্ছে।
আরও পড়ুন: ইচ্ছাকৃত ঋণখেলাপিদের বিদেশ যাত্রা নিষিদ্ধ, রাষ্ট্রীয় সম্মাননার অযোগ্য: বাংলাদেশ ব্যাংক
৯ মাস আগে