অনূর্ধ্ব-১৯ নারী সাফ ফুটবলার
অনূর্ধ্ব-১৯ নারী সাফ ফুটবলার সাগরিকার ঘর নির্মাণকাজের উদ্বোধন
দেশের কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশের পর সাফ অনুর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় সাগরিকাকে একটি পাকা ঘর তৈরি করে দিচ্ছে রাণীশংকৈল উপজেলা প্রশাসন।
রবিবার (১৭ মার্চ) দুপুরে সাগরিকার ঘর নির্মাণকাজের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাঙাটুঙ্গি গ্রামের দরিদ্র বাবা লিটন আলী ও মা আঞ্জুমান আরা বেগমের নবম শ্রেণি পড়ুয়া মেয়ে সাগরিকা।
আরও পড়ুন: অনূর্ধ্ব-১৯ নারী সাফ ফুটবলার সাগরিকার পরিবার পাচ্ছে নতুন বাড়ি
উপজেলা পরিষদের অর্থায়নে ও প্রশাসনের সহযোগিতায় এ ঘর তৈরি করে দেওয়া হচ্ছে মর্মে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুল হাসান জানান।
এ সময় উপজেলার ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও শেফালী বেগম, রাঙাটুঙ্গি প্রমিলা ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা-পরিচালক সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম, পিআইও স্যামুয়েল মার্ডি, বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল ইসলাম ও হবিবর রহমান, সাগরিকার বাবা-মা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: মহিলা ফুটবল: সাগরিকার হ্যাটট্রিকে ফরাশগঞ্জ এসসিকে ৪-০ গোলে হারাল এফসি ব্রাহ্মণবাড়িয়া
৮ মাস আগে