নদীর অভয়াশ্রম এলাকা
নিষেধ অমান্য করে জাটকা ধরায় ১৪ জেলের কারাদণ্ড
চাঁদপুরে নিষেধ অমান্য করে মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় জাটকা ধরার ১৪ জেলেকে এক মাস করে কারাদণ্ড এবং একজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন ও মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলাতানা সোমবার দুপুরে কোস্টগার্ড স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
আরও পড়ুন: গাজীপুরে এসএসসি পরীক্ষা কেন্দ্র দায়িত্বরত শিক্ষককে কারাদণ্ড
সোমবার বিকালে বিকেলে এ তথ্য জানান চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম।
তিনি জানান, রবিবার রাত সাড়ে ১০টা থেকে সাড়ে তিনটা পর্যন্ত সদর উপজেলার মেঘনা নদীর মোহনা, রাজরাজেশ্বর, লালপুর ও দাসাদী এলাকায় জেলা মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও নৌ পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে।
তিনি আরও জানান, এ সময় জাটকা ধরার দায়ে দাসাদী এলাকা থেকে ১৫ জেলেকে আটক করা হয় এসময় ৭৫ হাজার মিটার কারেন্টজাল, জালে জড়ানো ১২০ কেজি জটাকা এবং একটি কাঠের মাছ ধরার নৌকা জব্দ করা হয়।
জাটকা দুস্থদের মাঝে বিতরণ এবং নৌকা কোস্টগার্ড হেফাজতে রয়েছে।
আরও পড়ুন: নকল সরবরাহ করায় মাদরাসা অধ্যক্ষের দুই বছরের কারাদণ্ড
৮ মাস আগে