মাহবুবা বেগম ও মনসুর রহমান
ঠাকুরগাঁওয়ে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
ঠাকুরগাঁওয়ে ট্রাকচাপায় মাহবুবা বেগম ও মনসুর রহমান নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৯ মার্চ) বিকেল ৪টার দিকে শহরের বঙ্গবন্ধু সড়কের ইসলাম প্লাজার সামনে ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: সিংড়ায় ট্রাকচাপায় মেয়ের মৃত্যু, বাবা আহত
নিহত মাহবুবা বেগম পঞ্চগড় সদর উপজেলার নয়াবস্তির মৃত ফজলুল হকের স্ত্রী এবং নিহত মনসুর রহমান ঠাকুরগাঁও সদর উপজেলার গোবিন্দনগর এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মাহবুবা ও মনসুর মঙ্গলবার বিকালে অফিস ছুটির পর পঞ্চগড় যাবার উদ্দেশ্যে মোটরসাইকেল করে যাওয়া সময় বঙ্গবন্ধু সড়কের ইসলাম প্লাজার সামনে পৌঁছালে ট্রাকচাপায় ঘটনাস্থলেই নিহত হন দুইজন।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম ফিরোজ ওয়াহিদ জানান, ট্রাকটি আটক করা যায়নি। এব্যাপারে অভিযোগ সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: বগুড়ায় ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত
সিংড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
৮ মাস আগে