স্কচটেপ পেঁচানো লাশ উদ্ধার
কুমিল্লায় মহাসড়কের পাশে মুখে স্কচটেপ পেঁচানো লাশ উদ্ধার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকায় মুখে স্কচটেপ পেঁচানো এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২০ মার্চ) উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের গাংরা (বেতিয়ারা) এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা জানান, বুধবার সকাল ১১টার দিকে স্থানীয় বাসিন্দারা মহাসড়কের পাশে মুখে স্কচটেপ পেঁচানো লাশ পড়ে থাকতে দেখতে পান। পরে স্থানীয়দের মাধ্যমে পাওয়া খবরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়। লোকটির পরনে পায়জামা ও পাঞ্জাবি ছিল।
তিনি বলেন, স্থানীয়দের খবরে লাশ উদ্ধার করি। মুখে স্কচটেপ লাগানো দেখে ধারণা করছি তাকে অন্য কোথাও হত্যা করে লাশ এখানে ফেলা হয়েছে। লাশটি একজন মধ্য বয়সী পুরুষের। তার হাটুতে রক্তের দাগ আছে। এখনও পরিচয় শনাক্ত না হলেও আমরা লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো প্রস্তুতি নিচ্ছি।
পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। এছাড়াও এই ঘটনায় তদন্ত চলমান রয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: সিলেটে মাদরাসার মাঠ থেকে যুবকের লাশ উদ্ধার
বরিশালে চাকরি না পাওয়ায় হতাশা, প্রকৌশলীর ঝুলন্ত লাশ উদ্ধার
৯ মাস আগে