পিলার জব্দ
সাতক্ষীরায় নকল সীমানা পিলার জব্দ, গ্রেপ্তার ৫
সীমানা পিলার বিক্রির নামে প্রতারণার অভিযোগে সাতক্ষীরার শ্যামনগর থেকে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশি।
এ সময় তাদের কাছ থেকে একটি নকল সীমানা পিলার, নগদ ৩ লাখ ২৮ হাজার টাকা ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
আরও পড়ুন: পোস্টার লাগানো নিরুৎসাহিত করতে মগবাজার ফ্লাইওভারের পিলারে গ্রাফিতি শিল্প
বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের কুলতলা গ্রামের আব্দুল মজিদের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
প্রতারক চক্রের পাঁচ সদস্য হলেন, বরগুনার বেতাগী গ্রামের সেলিম হায়দারের ছেলে আল আমিন, মাদারীপুরের শ্রীনাখাদী গ্রামের আব্দুল লতিফ মাতুব্বরের ছেলে মনিরুজ্জামান মনির, একই জেলার লুন্দীপাড়া গ্রামের মৃত আব্দুল কাদের মিয়ার ছেলে অহিদুর রহমান খোকন, নয়াকান্দি গ্রামের মৃত বেল্লাল মাতুব্বরের ছেলে আব্দুর রহিম মাতুব্বর, সুনামগঞ্জের লালপুর ভাটিয়াপাড়া গ্রামের মৃত আব্দুল হাকিম সরকারের ছেলে মুজিবুর সরকার।
পুলিশ জানায়, সীমানা পিলার বেচাকেনার গোপন খবর পেয়ে আব্দুল মজিদের বাড়িতে অভিযান চালিয়ে চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক আব্দুল মুজিদ পালিয়ে যান।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, পাঁচ প্রতারক চক্রসহ মোট সাতজনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় জড়িত বাকি দুই আসামিকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আরও পড়ুন: নদীতে সেতুর কম পিলার চান নৌপরিবহন প্রতিমন্ত্রী
চুয়াডাঙ্গায় বৈদ্যুতিক পিলারে মোটরসাইকেলের ধাক্কায় চালক নিহত, আহত ২
৯ মাস আগে