দ্বিতীয় দিনের খেলা
সিলেট টেস্ট: ১৮৮ রানে গুটিয়ে গেল বাংলাদেশের প্রথম ইনিংস
সিলেট টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের বিপক্ষে পাঁচ উইকেট হাতে নিয়ে ২১১ রানের লিড রয়েছে শ্রীলঙ্কার।
এদিকে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ধনঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিসের সেঞ্চুরিতে ভর করে ২৮০ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। বাংলাদেশের খালেদ আহমেদ ও অভিষিক্ত নাহিদ রানা তিনটি করে উইকেট নেন।
আরও পড়ুন: বৃহস্পতিবার শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া নারী ক্রিকেট সিরিজ
প্রথম দিনের মধ্যাহ্নভোজের আগে শ্রীলঙ্কা তাদের অর্ধেক উইকেট হারিয়েছিল, তবে সেখান থেকে ডি সিলভা ও কামিন্দু ২০২ রানের পার্টনারশিপ গড়ে শ্রীলঙ্কাকে ২৮০ রানের লড়াকু স্কোরে নিয়ে যায়।
জবাবে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে পর পর উইকেট হারিয়ে ১৮৮ রানে গুটিয়ে যায়। প্রথম দিনে তিন উইকেটের পতনের পর তাইজুল ইসলাম সর্বোচ্চ ৪৭ ও লিটন দাস ২৫ রান করেন। ৯২ রানের উল্লেখযোগ্য লিড পায় শ্রীলঙ্কা।
এদিকে বিশ্ব ফার্নান্দো চারটি এবং কাসুন রাজিথা ও লাহিরু কুমারা তিনটি করে উইকেট নেন।
দ্বিতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কা পাঁচ উইকেটে ১১৯ রানে পৌঁছে পাঁচ উইকেট হাতে রেখে ২১১ রানের লিড নিয়ে যায়। অধিনায়ক দিমুথ করুনারত্নে হাফ সেঞ্চুরি করেছেন।
নিশান মাদুশকা ও কুশল মেন্ডিসকে কট বিহাইন্ড করে বাংলাদেশের হয়ে গুরুত্বপূর্ণ দুটি উইকেট নেন নাহিদ রানা। একটি করে উইকেট নেন শরিফুল ইসলাম তাইজুল ও মেহেদী হাসান মিরাজ।
আরও পড়ুন: সিলেট টেস্ট: খালেদের ৩ উইকেটে বাংলাদেশের দুর্দান্ত শুরু
নারী ক্রিকেট: সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হারলো বাংলাদেশ
৭ মাস আগে