পার বোর্ড কারখানা
২২ ঘণ্টা পর মুন্সিগঞ্জের সুপার বোর্ড কারখানার আগুন নিয়ন্ত্রণে
মুন্সিগঞ্জের গজারিয়ার হোসেন্দির সিকিরগাঁওয়ে সুপার বোর্ড কারখানার আগুন অবশেষে নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
রবিবার দিবাগত রাত ১২টার দিকে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসে সোমবার বেলা ১১টায়।
আরও পড়ুন: রাজধানীর কড়াইল বস্তিতে আগুন
এই আগুন নিয়ন্ত্রণে রোবটিক অগ্নিনির্বাপক যন্ত্রও ব্যবহার করা হয়। পুরোপুরি নেভাতে এখনো চলছে কাজ।
১০ বছরের ব্যবধানে এমন ভয়াবহ আগুনের পুনরাবৃত্তি ঘটেছে। এর কারণ অনুসন্ধানে সোমবার সকাল থেকে কাজ করছে পাঁচ সদস্যের তদন্ত কমিটি।
ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. জসীম উদ্দিন বলেন, আশপাশের ফ্যাক্টরিগুলোতে আগুন ছড়াতে পারেনি। এতে কোটি কোটি টাকার সম্পদ রক্ষা হয়েছে, আর তাই আগুন অপেক্ষাকৃত কম সময়ের মধ্যে নিয়ন্ত্রণ করা গেছে। এর আগে এই ফ্যাক্টরির আগুন নেভাতে সময় লেগেছিল পাঁচ দিন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ক্ষতি ১৫ কোটি টাকা ছাড়িয়ে যাবে।
তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক মো মাসুদুল আলম বলেন, আগুনের এই পুনরাবৃত্তির কারণ অনুসন্ধানে জেলা প্রশাসনের পাঁচ সদস্যদের কমিটি তদন্ত চালিয়ে যাচ্ছে। কমিটি সাত কর্মদিবসে মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
আরও পড়ুন: মানিকগঞ্জে আগুনে ১৫টি দোকান পুড়ে ছাই
বনানী বস্তির আগুন নিয়ন্ত্রণে
৮ মাস আগে