তিনজনের লাশ উদ্ধার
মেঘনায় ট্রলারডুবি: আরও তিনজনের লাশ উদ্ধার, নিহতের সংখ্যা বেড়ে ৯
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় মেঘনা নদীতে ট্রলারডুবির তিন দিন পর সোমবার সকালে আরও তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়াল ৯ জনে।
নিহতরা হলেন- বেলন দে (৩৮), পুলিশ কনস্টেবল সোহেল রানা (৩৫) ও তার ছেলে রাইসুল (৫)।
আরও পড়ুন: মেঘনায় ট্রলারডুবি ঘটনায় শিশুসহ ৩ জনের লাশ উদ্ধার
কিশোরগঞ্জ নৌ পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিখোঁজদের সবাই মারা গেছেন এবং তাদের সবার লাশ উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
২২ মার্চ (শুক্রবার) সন্ধ্যা ৬টার দিকে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় একটি ট্রলার ডুবে গেলে একজন নিহত ও আটজন নিখোঁজ ছিলেন।
আরও পড়ুন: মেঘনায় ট্রলারডুবি: আরও ৩ জনের লাশ উদ্ধার
ভোলার মেঘনায় ট্রলারডুবি, ৮ দিন পর লাশ উদ্ধার
৩৬৪ দিন আগে