গান পাউডার জব্দ
চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি গান পাউডার জব্দ, আটক ১
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় গান পাউডার দিয়ে বোমা বানানোর অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ২ কেজি ১০০ গ্রাম গান পাউডার জব্দ করা হয়েছে বলে দাবি করেছে র্যাব।
বুধবার রাতে উপজেলার মহারাজপুর ইউনিয়নের ভাগ্যবানপুর বাগবাড়ীটোলা এলাকা থেকে তাকে আটক করে র্যাব-৫।
আটক ফজলুর রহমান ফটিক (৩৫) ভাগ্যবানপুর বাগবাড়ীটোলা এলাকার মৃত মাহাতাব আলীর ছেলে।
বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল বুধবার রাত আড়াইটার দিকে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ভাগ্যবানপুর বাগবাড়ীটোলা এলাকার অভিযান চালায়। এ সময় একটি বাজারের ব্যাগে থাকা ২ কেজি ১০০ গ্রাম গান পাউডারসহ ফজলুর রহমানকে আটক করা হয়।
এই গান পাউডার দিয়ে বোমা বানানো উদ্দেশ্য ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফজলুর রহমান জানান।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।
৭ মাস আগে