চাচার হাতে ভাতিজা খুন
রূপগঞ্জে চাচার হাতে ভাতিজা খুনের অভিযোগ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাছ ধরাকে কেন্দ্র করে চাচার অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়ে ভাতিজার মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
নিহত নুরুল হক (৪৫) শুক্রবার ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এর আগে গত ১৬ মার্চ সেহরির পর উপজেলার সদর ইউনিয়নের ছনি এলাকায় হামলা করা হয়।
আরও পড়ুন: গাইবান্ধায় চাচার ছুরিকাঘাতে ভাতিজা খুনের অভিযোগ
নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, গত ১৫ মার্চ বিকালে বাড়ির পাশে বিলে জাল দিয়ে মাছ ধরা নিয়ে নুরুল হকের সঙ্গে তার চাচা আব্দুল হাশেমের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়।
এর জের ধরে ১৬ মার্চ ভোরে সেহরি খেয়ে নুরুল হক মাছ ধরতে বের হন। সে সময় তার চাচা আব্দুল হাশেম, তার ছেলে বাবু ও সোহাগ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। একপর্যায়ে তাকে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।
খবর পেয়ে নুরুল হকের পরিবারের লোকজন তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। শুক্রবার ভোরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নুরুল হক।
আরও পড়ুন: ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুনের অভিযোগ
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি দিপক চন্দ্র সাহা বলেন, এ ঘটনায় আগেই মামলা দায়ের করা হয়েছে। মামলাটি নিয়মিত হত্যা মামলা হিসেবে গৃহীত হবে বলে জানান তিনি। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। এরই মধ্যে বাবু নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি আরও বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: নাটোরে স্কুলছাত্রকে ডেকে নিয়ে খুন, আটক ৪
৮ মাস আগে