মাশরুফুল হাসান
কামরাঙ্গীর চরে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত
রাজধানীর কামরাঙ্গীর চরে মালবাহী ভ্যানের চাপায় মাশরুফুল হাসান (১০) নামে এক শিশু নিহত হয়েছে।
রবিবার (৩১ মার্চ) বেলা ১১টার দিকে রাস্তা পার হওয়ার এই দুর্ঘটনাটি ঘটে। নিহত মাশরুফুল নোয়াখালী জেলার মামুনের ছেলে।
আরও পড়ুন: চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইনস্পেক্টর বাচ্চু মিয়া বলেন, রবিবার বেলা ১১টার দিকে শিশুটি রাস্তা পার হওয়ার সময় হিউম্যান হলারের ধাক্কায় সে রাস্তায় ছিটকে পড়ে।
সে সময় মালবাহী একটি ভ্যান তার উপর দিয়ে গেলে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু
৮ মাস আগে