শাড়ি
কুড়িগ্রামে ১০ টাকায় শাড়ি-লুঙ্গি, ২ টাকায় ব্লাউজ
কুড়িগ্রামে ১০ টাকায় শাড়ি ও লুঙ্গি এবং ২ টাকায় ব্লাউজ পিস বিক্রির আয়োজন করছে ফাইট আনটিল লাইট (ফুল) নামে একটি বেসরকারি সংস্থা।
সোমবার (১ এপ্রিল) শহরের কলেজমোড়ের আউটার স্টেডিয়ামে এই আয়োজন করে প্রতিষ্ঠানটি।
আরও পড়ুন: ‘গরিবের কসাইখানায়’ ১০ টাকায় গরুর মাংস!
ফুলের নির্বাহী পরিচালক আব্দুল কাদের বলেন, নিম্ন আয়ের মানুষের মুখে হাসি ফোঁটাতে আমরা তিন হাজার মানুষকে শাড়ি, লুঙ্গি ও ব্লাউজ বিতরণ করার পরিকল্পনা নিয়েছি।
তিনি বলেন, কুড়িগ্রাম পৌরসভার ১৫০ জনকে বিতরণের মধ্য দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করা হলো। ঈদের আগেই বাকিদের বিতরণ করা হবে।
তিনি আরও বলেন, আমরা এলাকায় এলাকায় গিয়ে জরিপ করে নিম্ন আয়ের মানুষের তালিকা করে টোকেনের মাধ্যমে বিতরণ কার্যক্রম পরিচালনা করছি। এর আগে আমরা রমজানে ১০ হাজার মানুষকে ২ টাকায় ব্যাগ ভর্তি বাজার দিয়েছি। আমাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
যুব উন্নয়ন অধিদপ্তরে উপপরিচালক আলী আর রেজা বলেন, এটি একটি চমৎকার উদ্যোগ। মাত্র ১০ টাকায় শাড়ি-লুঙ্গি পাওয়ার কথা কেউ স্বপ্নেও ভাবেননি। এভাবে আরও অনেক সংগঠন ও বৃত্তবানরা দরিদ্র খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াবে এই প্রত্যাশা করছি।
আরও পড়ুন: সয়াবিন তেলের দাম লিটারে ১০ টাকা কমলো
টাঙ্গাইলে ১০ টাকায় গাছ বিক্রি
৭ মাস আগে