বিষপানে গৃহবধূর আত্মহত্যা
কোম্পানীগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা, স্বামী পলাতক
সিলেটের কোম্পানীগঞ্জে রুবিনা বেগম (২৭) নামে এক গৃহবধূ বিষপান করে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। ঘটনার পর থেকেই নিহতের স্বামী জুবের আহমদ পলাতক রয়েছেন।
রবিবার (৩১ মার্চ) রাতে উপজেলার টুকেরগাঁও গ্রামে এই ঘটনা ঘটে। ওই গ্রামের আবুল হোসেনের বাসায় ভাড়া থাকতেন এই দম্পতি।
রুবিনা বেগম গোয়াইনঘাট উপজেলার রাউতগ্রামের আব্দুস সালামের মেয়ে। তার স্বামী একই উপজেলার লাবুগ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, রবিবার রাত ১২টার পর থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত ঘরের দরজা না খোলায় প্রতিবেশীরা ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে অন্য ঘর দিয়ে তার রুমে প্রবেশ করেন। তারা রুবিনাকে মাটিতে পড়ে থাকতে দেখে দ্রুত কোম্পানীগঞ্জ হাসপাতালে নিয়ে যান।
সোমবার সকাল ৯টায় কোম্পানীগঞ্জ হাসপাতালের চিকিৎসক রুবিনাকে মৃত ঘোষণা করেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ জানান, নিহতের পরিবারকে খবর দিয়ে গোয়াইনঘাট থেকে কোম্পানীগঞ্জ থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ সিলেট ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহতের স্বামীকে আটক করার চেষ্টা চলছে বলেও জানান ওসি।
৯ মাস আগে