নবনিযুক্ত উপাচার্য
বিএসএমএমইউকে উন্নত-সমৃদ্ধ করে গড়ে তুলতে হবে: নবনিযুক্ত উপাচার্য
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নবনিযুক্ত উপাচার্য ডা. দীন মোহাম্মদ নুরুল হক বলেছেন, এই বিশ্ববিদ্যালয়কে শিক্ষা, সেবা ও গবেষণায় উন্নত ও সমৃদ্ধ করে গড়ে তুলতে হবে, যাতে এই বিশ্ববিদ্যালয়কে নিয়ে সবাই গর্ব করতে পারে।
তিনি বলেন, হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন হাজার হাজার রোগী চিকিৎসাসেবা নিতে আসেন। এই রোগীদের দুর্ভোগ লাঘবের দিকে নজর দিতে হবে।
সোমবার (১ এপ্রিল) শহীদ ডা. মিল্টন হলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিভাগীয় চেয়ারম্যান ও ডিনদের গুরুত্বপূর্ণ সভায় নবনিযুক্ত উপাচার্য এসব কথা বলেন।
আরও পড়ুন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য আবু তাহের
তিনি আরও বলেন, রোগীরা যাতে প্রয়োজনীয় টেস্ট করাসহ দ্রুত চিকিৎসাসেবা নিয়ে ফিরে যেতে পারেন তা অবশ্যই নিশ্চিত করতে হবে।
উপাচার্য বলেন, উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হলে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, রিপেয়ার অ্যান্ড মেইনটেন্যান্স, পরিষ্কার পরিচ্ছন্নতা, লিলেন কিপিং, বর্জ্য ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণাকেও সমানভাবে গুরুত্ব দিয়ে এগিয়ে নিতে হবে।
ডা. দীন মোহাম্মদ নুরুল হক আরও বলেন, উদ্দেশ্য সৎ ও সুন্দর থাকলে এবং প্রচেষ্টা অব্যাহত রাখলে স্মার্ট বাংলাদেশ গড়ার অংশ হিসেবে দেশের মানুষের জন্য স্মার্ট স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্য অবশ্যই পূরণ হবে। বিএসএমএমইউ এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে। আর সে লক্ষ্য পূরণে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।
সভায় উপস্থিত ছিলেন- উপউপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, উপউপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খানসহ আরও অনেকে।
আরও পড়ুন: কোনো ধরনের দুর্নীতি প্রশ্রয় দেব না: বিএসএমএমইউর নতুন উপাচার্য
বিএসএমএমইউর নতুন উপাচার্য দীন মোহাম্মদ
৮ মাস আগে