সৈয়দ আশফাকুল হক
দ্য ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হককে অব্যাহতির নোটিশ
দ্য ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হককে অব্যাহতির নোটিশ দিয়েছে ডেইলি স্টার কর্তৃপক্ষ। নোটিশ দ্রুতই কার্যকর করা হবে বলে জানানো হয়।
মঙ্গলবার দ্য ডেইলি স্টারের ইংরেজি ও বাংলা অনলাইন সংস্করণে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।
আসফাকুলের নবম তলার অ্যাপার্টমেন্ট থেকে পড়ে ১৫ বছর বয়সী গৃহকর্মী প্রীতি উরাংয়ের মৃত্যুর দুই মাস পর এই পদক্ষেপ নিল ডেইলি স্টার কর্তৃপক্ষ।
বহুতল ভবনের নিচ থেকে তার দেহ উদ্ধার করা হয়। এরপর প্রীতিকে খুন করা হয়েছে বলে অভিযোগ করে পরিবার ও স্থানীয়রা। এ ঘটনার পর ওই এলাকায় বিক্ষোভও করেন স্থানীয়রা।
আরও পড়ুন: ৪ দিনের রিমান্ডে ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক ও তার স্ত্রী
প্রীতির বাবা লোকেশ উরাং বাদী হয়ে পরদিন মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এ মামলায় আশফাকুল ও তার স্ত্রী তানিয়া খন্দকার কারাগারে রয়েছেন। একাধিকবার তাদের জামিন নামঞ্জুর করেছেন আদালত।
আশফাকুল ১৯৯৩ সালে পত্রিকাটির ক্রীড়া বিভাগে যোগ দেন এবং ২০১৯ সাল থেকে আজ পর্যন্ত ক্রীড়া সম্পাদক, যুগ্ম বার্তা সম্পাদক, বার্তা সম্পাদক, প্রধান বার্তা সম্পাদক এবং সর্বশেষ নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
আরও পড়ুন: গৃহকর্মীর মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে ডেইলি স্টারের সাংবাদিক ও তার স্ত্রী
৮ মাস আগে