গাঁজা বহনের অভিযোগ
সিরাজগঞ্জে ৭ কেজি গাঁজা বহনের অভিযোগে গ্রেপ্তার ৩
সিরাজগঞ্জে গাঁজা বহনের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৭ কেজি গাঁজা জব্দ করা হয়েছে বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার (৩ এপ্রিল) রাত সোয়া ১০টার দিকে জেলার সলঙ্গা থানার পাঁচলিয়া শহীদ বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
পরে সংশ্লিষ্ট থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।
আরও পড়ুন: সিলেটে ৬১ বস্তা ভারতীয় চিনি জব্দ, ৩ যুবক আটক
গ্রেপ্তাররা হলেন- কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মন্ডল পাড়া গ্রামের মৃত আব্দুল হকের ছেলে মো. আসাদুল ইসলাম, ঢাকার পল্লবী থানার মৃত রাজন সিকদারের মেয়ে মোছা. সুমনা আকতার ও রংপুরের গঙ্গাচড়া উপজেলার উত্তর পানাপুকুর গিড়িয়ার পাড় গ্রামের মো. উজ্জল মিয়ার স্ত্রী মোছা. নিলুফা বেগম।
র্যাব-১২’র কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে সলঙ্গা থানার পাঁচলিয়া শহীদ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৭ কেজি ৫৮০ গ্রাম গাঁজা উদ্ধারসহ নগদ ২ হাজার ৫০০ টাকা ও ২টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
তারা দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসা চালিয়ে আসছিল বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রাম বিমানবন্দরে বিদেশি সিগারেট ও স্বর্ণালংকার জব্দ, ২ জন আটক
৮ মাস আগে