প্রাণ গেল দম্পতির
ময়মনসিংহে বিদ্যুতের খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল দম্পতির
ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে ময়মনসিংহের হালুয়াঘাটে বিদ্যুতের খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ হারিয়েছেন স্ত্রী ও স্বামী।
শুক্রবার (৫ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলা থেকে সিমান্তবর্তী সড়কের লক্ষীকুড়া বাজারে এলাকায় এই ঘটনা ঘটে।
আরও পড়ুন: সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ভারতীয় দম্পতি নিহত
নিহত স্ত্রী ও স্বামী হলেন, উপজেলার রৌমারি এলাকার আলীর ছেলে সাইদুর রহমান ও স্ত্রী সোনিয়া আক্তার। সাইদুর রহমান জেলার ঈশ্বরগঞ্জে একটি এনজিওতে চাকরি করতেন।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক বলেন, ঈদের ছুটিতে স্ত্রীকে নিয়ে সাইদুর মোটরসাইকেলে ঈশ্বরগঞ্জ থেকে নিজ বাড়ি রৌমারিতে যাওয়ার পথে একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে তাদের মোটরসাইকেলটি ধাক্কা লাগলে ঘটনাস্থলেই সাইদুর মারা যান। সোনিয়াকে উদ্ধার করে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: পেঁয়াজ বীজ চাষে বদলেছে ফরিদপুরের এক দম্পতির জীবন
বেনাপোলে দম্পতির ঝুলন্ত লাশ উদ্ধার
৮ মাস আগে