ফেন্সিডিল জব্দ
সিলেটে ১৩৫ বোতল ফেন্সিডিল জব্দ, গ্রেপ্তার ১
সিলেটে ফেন্সিডিল বহন করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় ১৩৫ বোতল ফেন্সিডিল জব্দ করার দাবি করেছে পুলিশ।
শনিবার (৭ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে নগরীর আলিয়া মাদরাসা সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার আসামি মো. মোশারফ হোসেন (৩০) সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার কলারগাঁও গ্রামের মো. আলাল মিয়ার ছেলে।
আরও পড়ুন: বান্দরবানে সন্দেহভাজন ৫ কেএনএফ সদস্য গ্রেপ্তার, ২টি আগ্নেয়াস্ত্র জব্দ
এসএমপির মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর আলিয়া মাদরাসা সংলগ্ন এলাকা থেকে ১৩৫ বোতল ফেন্সিডিল জব্দসহ মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: সিলেটে জাল নোট জব্দ, যুবক গ্রেপ্তার
৮ মাস আগে