শিশুসহ ২ জনের মৃত্যু
চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ ২ জনের মৃত্যু
চট্টগ্রামের পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ ২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।
রবিবার (৭ এপ্রিল) ফটিকছড়ি ভূজপুর কাজিরহাট ও হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নের কুমারীকুল রাস্তার মাথায় এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মো. শাকিল (২০) ও শোরনীল মহাজন (১)।
আহতরা হলেন- শিশু রাইসা মনি (৬), ওয়াজিয়া (১৫) ও মো. ইউসুফ (৩৬), শাশ্বত ঋত্বিক মহাজন (৩৪), ঋদ্ধি দাস (১৪) ও মনীষা দাস (২৪)।
নিহত শিশু শোরনীল পুলিশ সদস্য শাশ্বত ঋত্বিক মহাজনের সন্তান।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দুপুর ১২টার দিকে বন্ধুর ইফতারের দাওয়াতে যাওয়ার সময় শাকিল কাজিরহাটে সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত হন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরেফিন আজিম বলেন, গুরুতর আহত অবস্থায় চারজন রোগী আসে। একজন মারা গেছে।
তিনি আরও বলেন, মৃতের লাশ ভূজপুর থানায় হস্তান্তর করা হয়েছে। আহত তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
অন্যদিকে, হাটহাজারীতে সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে চার যাত্রী গুরুতর আহত হয়। আহতদের হাসপাতালে নেওয়ার পর শোরনীল মহাজন নামের এক শিশুর মৃত্যু হয়। একই ঘটনায় চারজন গুরুতর আহত হয়েছেন।
নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিস বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করা হয়েছে। এ দুর্ঘটনায় একটি শিশু নিহত হয়েছে আর বাকিরা সবাই চিকিৎসাধীন।
৮ মাস আগে